সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। এতে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ও চলাচলের রাস্তা পানিতে ডুবে যায়। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে শত শত নারী-পুরুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
অবরোধের কারণে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে যায়। অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারীদের সরাতে ব্যর্থ হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
এ বিষয়ে একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘কারখানায় যাওয়ার পথে হাঁটু পরিমাণ পানি জমে থাকে, গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এতে শ্রমিকরা ঠিকমতো কাজে আসতে পারছে না। এমনকি বিদেশি বায়াররাও অর্ডার বাতিল করছেন। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।’
একই কারখানার শ্রমিক নাদিয়া ইসলাম নদী বলেন, ‘সকালে কাজে যেতে ময়লা পানি পার হয়ে যেতে হয়, যার ফলে আমাদের কাপড়চোপড় ভিজে নষ্ট হয়ে যায়। প্রতিদিন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
বিডি প্রতিদিন/জামশেদ