বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবার একেবারে নতুন অবতারে পর্দায় হাজির হতে চলেছেন। রোমান্টিক বা অ্যাকশন নয়, প্রথমবারের মতো তিনি অভিনয় করতে যাচ্ছেন একটি ভৌতিক ঘরানার সিনেমায়। ছবিটির নাম ‘প্রলয়’, পরিচালনা করছেন জয় মেহতা।
সূত্র জানাচ্ছে, ‘প্রলয়’ হবে একটি জম্বি-ভিত্তিক পোস্ট-অ্যাপোক্যালিপটিক সিনেমা, যার পটভূমিতে থাকবে একটি মানবিক গল্প। কঠিন পরিস্থিতিতে একজন মানুষ তার পরিবারকে রক্ষা করতে কতদূর যেতে পারে, সেই লড়াইয়ের গল্পই তুলে ধরা হবে ছবিটিতে। এই ছবির মাধ্যমে প্রথমবার ‘জম্বি’ চরিত্রে অভিনয় করবেন রণবীর।

বর্তমানে রণবীর ব্যস্ত রয়েছেন আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিংয়ে। এই কাজ শেষ হতেই তিনি নামবেন ফারহান আখতারের ‘ডন থ্রি’-এর কাজে। এরপরেই ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুরু করবেন ‘প্রলয়’-এর শুটিং।
জানা গেছে, ছবির স্ক্রিপ্ট নিয়ে রণবীর অত্যন্ত আগ্রহী এবং পরিচালক জয় মেহতা ও লেখক দলের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। ছবিতে রণবীরের বিপরীতে বলিউডের শীর্ষ কোনো অভিনেত্রীকে কাস্ট করা হতে পারে বলেও জানা গেছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
এদিকে, ‘ধুরন্ধর’ মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে। ছবিতে রণবীরের সঙ্গে থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের মতো তারকারা।
বিডি প্রতিদিন/মুসা