ইউক্রেনীয় বাহিনীর একটি এফপিভি (ফার্স্ট পারসন ভিউ) ড্রোন হামলায় রাশিয়ার একটি এমআই-২৮এন অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। সোমবার দোনেস্ক অঞ্চলের রুশ অধিকৃত কোটলিয়ারিভকা গ্রামের কাছে এই ঘটনা ঘটে। এমনটাই দাবি করেছেন ইউক্রেনের মানবহীন সিস্টেম বাহিনীর কমান্ডার রবার্ট মাদিয়ার ব্রোভদি।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় ৫৯তম ব্রিগেডের ড্রোন অপারেটররা সমন্বিত গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে হেলিকপ্টারটি ধ্বংস করেন। ব্রিগেডটির পক্ষ থেকে জানানো হয়, যারা এখানে নজর দিতে আসবেন, তারা প্রস্তুত থাকুন। আকাশপথে আমাদের জন্য কোনো চমক দেখানোর চেষ্টা করলে এর মূল্য দিতে হবে।
ভূপাতিত হওয়া হেলিকপ্টারটি রাশিয়ার এমআই-২৮এন মডেলের, যা উচ্চক্ষমতাসম্পন্ন আক্রমণাত্মক হেলিকপ্টার হিসেবে পরিচিত। এটি দিন-রাত ও সব ধরনের আবহাওয়ায় যুদ্ধ পরিচালনায় সক্ষম এবং ট্যাংক, পদাতিক বাহিনী ও অন্যান্য লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার, যা ইউক্রেনীয় ড্রোনের কয়েক হাজার ডলারের তুলনায় অনেক বেশি।
ভূপাতিত হওয়ার ঘটনাটি ডনিপ্রোপেত্রভস্ক ওবলাস্ট সীমান্তের কাছাকাছি কটলিয়ারিভকা গ্রামের অদূরে ঘটে, যা মেজোভা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। তথ্যসূত্র : কিয়েভ ইনডিপেনডেন্ট ও কিয়েভ পোস্ট।
বিডি-প্রতিদিন/শআ