বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করতে পারে। তিনি সতর্ক করেছেন, কিছু লোক ফেসবুকের মাধ্যমে ষড়যন্ত্র করতে পারে এবং পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে শামা ওবায়েদ এসব কথা বলেন। তিনি বলেন, “বহু বছর নির্বিঘ্নে ও নিরাপদে কোনো ধর্মীয় উৎসব পালন করা সম্ভব হয়নি। আমাদের রোজা ও কোরবানির ঈদ নিরাপদে পালন করা যায়নি। হিন্দু ভাই-বোনেরাও অনেক সময় দূর্গাপূজা, লক্ষ্মীপূজা সহ ধর্মীয় উৎসব পালন করতে পারেননি।”
তিনি আরও বলেন, “সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হতে পারে। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহারা দেবেন। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে থাকব—ইনশাআল্লাহ্।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. রনদা প্রসাদ সাহা প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক