বাংলাদেশ মানবাধিকার ফোরামের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে। এতে সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম, মানবাধিকারে অ্যাডভোকেট এলিনা খান এবং সাহিত্যে কবি মিয়া ইব্রাহিম।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। উক্ত আয়োজনে নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতা শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রয়োজন আইনি সচেতনতা, নৈতিক ও সুশিক্ষা প্রদান এবং সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা। বাংলাদেশ মানবাধিকার ফোরাম সব সময়ই নির্যাতিত নারী এবং শিশুদের আইনি সহায়তা দিয়ে আসছে দীর্ঘদিন। সামনেও এ ধারা অব্যাহত থাকবে।