এশিয়া কাপে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। এই পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারেনি টাইগাররা। ভারত ও পাকিস্তানের কাছে পরাজয়ে শেষ হয়ে যায় তাদের এশিয়া কাপ মিশন। লিটন নিজে অবশ্য শেষ দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তবে, টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ না হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন টাইগার অধিনায়ক।
লিটন দাস লিখেছেন, আমরা দল হিসেবে এশিয়া কাপে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনাল ও শিরোপা জয়, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সব অনুরাগী সমর্থকের কাছে ক্ষমাপ্রার্থী।
নিজের চোট নিয়ে হতাশার কথাও শেয়ার করেছেন লিটন, ব্যক্তিগতভাবে শেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারাটা ভীষণ কষ্ট দিয়েছে। একই কারণে সামনে আফগানিস্তান সিরিজেও থাকতে পারব না। সর্বোচ্চ চেষ্টা করেও সেরে উঠতে পারিনি— এটা আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে।
ভক্তদের ধন্যবাদ জানিয়ে শেষ দিকে লিটন লিখেছেন, টুর্নামেন্টজুড়ে আপনাদের অকুণ্ঠ সমর্থনের জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আমরা সত্যিই সৌভাগ্যবান, বিশ্বের সেরা সমর্থকরা আমাদের পাশে আছেন। আশা করি খুব শিগগিরই আমরা আপনাদের সেই প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারব।
বিডি প্রতিদিন/কেএ