নাটোরে এবার মুগ ডাল দিয়ে দুর্গাদেবীর প্রতিমা তৈরি করা হয়েছে। শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া পূজামন্ডপে ওই প্রতিমা দর্শনে আসছেন দূরদূরান্ত থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী।
জানা গেছে, আড়াই মাসের চেষ্টায় শিল্পী নীল কুমার দাস প্রতিমাটি আদিরূপ ফুটিয়ে তুলেছেন। প্রথমে কাঠ, বাঁশ ও বিচালির কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পর মাটির ওপর সোনালি মুগ ডাল বসানো হয়। প্রতিমাটি রূপে আনতে প্রায় ৬০ কেজি ডাল লেগেছে। দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর আর দেবীর বাহন সিংহকেও সূক্ষ্ম কারুকার্যে ডালের আবরণে সাজানো হয়। দর্শনার্থী লাবণী সরকার বলেন, ডাল দিয়ে দেবী দুর্গার আদিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। এটি দেখতে সিংড়া থেকে এসেছি। অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে। লালবাজারের পাটের আঁশ দিয়ে তৈরি প্রতিমাটিও দেখলাম। প্রতিমাশিল্পী নীল কুমার দাস বলেন, গত বছর নাটোরে ধানের প্রতিমা দেখেছিলাম। সেই থেকে আমরা চিন্তা-ভাবনা করে মুগ ডাল দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নেই। নতুনপাড়া পূজামন্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজীব সাহা বলেন, সবাইকে মুগ্ধ করেছে প্রতিমাটি। প্রচুর ভক্ত পূজা-অর্চনা করতে আসছে আমাদের মন্ডপে।