এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে পরাজয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের দরজা বন্ধ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর ফলে চুক্তিতে থাকা ক্রিকেটাররা বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে পারবেন না।
মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিসিবির পক্ষ থেকে এই ঘোষণা এমন সময় এলো যখন গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালসহ মুখোমুখি তিন ম্যাচেই ভারতের কাছে শোচনীয় পরাজিত হয়েছে পাকিস্তান।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের প্রতি পূর্ণ মনোযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ সিরিজগুলো সামনে রেখে খেলোয়াড়দের বিশ্রাম, প্রস্তুতি এবং ফিটনেস বজায় রাখা বোর্ডের প্রধান অগ্রাধিকার।
সূত্রমতে, পিসিবির প্রধান অপারেটিং অফিসার সৈয়দ সমীর আহমেদ একটি বিজ্ঞপ্তি জারি করে খেলোয়াড়দের আন্তর্জাতিক লিগ থেকে সরে আসার এবং ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের শীর্ষস্থানীয় অনেক ক্রিকেটার, যারা বিপিএল, এলপিএল কিংবা সিপিএল-এর মতো জনপ্রিয় লিগে অংশ নিতেন, তারা আপাতত এসব লিগে খেলার সুযোগ হারাবেন। মূলত এশিয়া কাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তানের সাত ক্রিকেটারের সামনের বিগ ব্যাশ লিগে খেলার কথা। তাদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি আছেন। এছাড়া আইএল টি-টোয়েন্টির নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছে পাকিস্তানের ১৮ ক্রিকেটার। তারা আপাতত এসব লিগে খেলার সুযোগ হারাবেন।
সূত্র : সামা টিভি
বিডি-প্রতিদিন/বাজিত