টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচির সঙ্গে সময়সূচির সংঘর্ষের কারণে কমিয়ে আনা হয়েছে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ সংখ্যা। শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত থাকলেও এখন অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার ২০২৫ মৌসুমে এটিই একমাত্র ঘরোয়া আন্তর্জাতিক সিরিজ। জানুয়ারি-ফেব্রুয়ারিতে নির্ধারিত এই সিরিজটি প্রথমে ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে বিশ্বকাপের সম্ভাব্য সূচির কারণে সিরিজটি এখন শেষ করতে হবে ৩১ জানুয়ারির মধ্যেই।
সিরিজের নতুন সূচি অনুযায়ী, প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি, পার্লে। পরবর্তী দুটি ম্যাচ ২৯ ও ৩১ জানুয়ারি যথাক্রমে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।
৩১ জানুয়ারির ম্যাচটি ‘পিঙ্ক ডে’ হিসেবে পালিত হবে। স্তন ক্যান্সার সচেতনতা ও তহবিল সংগ্রহের অংশ হিসেবে এই ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নামবে প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এটি এক নিয়মিত আয়োজন।
আইসিসি এখনও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি ঘোষণা না করলেও, ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারিতেই শুরু হতে পারে এই বৈশ্বিক আসর।
এই সিরিজের পর অক্টোবরেই পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা, যেখানে তারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। নভেম্বরে রয়েছে ভারত সফর তিন ফরম্যাটেই খেলবে তারা: ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি।
বিডি প্রতিদিন/মুসা