মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজার জন্য শান্তি পরিকল্পনায় একমত হওয়ার কথা জানালেন। বিশ্বজনমত যখন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ক্রমেই ভারী হচ্ছে; তখন সোমবার ট্রাম্প-নেতানিয়াহুর ঐকমত্য ক্ষীণ আশা জাগায়। তাঁরা বলেছেন, হামাসকেও এ বিষয়ে একমত হতে হবে। ওই পরিকল্পনায় গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে দুই ডজনের বেশি ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত ও জীবিত ২০ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়। বিনিময়ে গাজা থেকে আটক হওয়া শত শত বন্দি মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। কার্যত ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটা দরজা উন্মুক্ত হবে। ট্রাম্প এ পরিকল্পনাকে ‘শান্তির জন্য ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। বিবৃতিতে গাজা যুদ্ধ অবসান, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা এবং জিম্মি ও বন্দিমুক্তির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বলা হয়, প্রস্তাবটি অনুসরণ করা হলে, শুরুটাই হবে সামরিক অভিযান বন্ধের মাধ্যমে। এর আগে হামাস যুদ্ধ অবসানে যে কোনো প্রস্তাব পর্যালোচনার কথা জানায়। ফিলিস্তিনি স্বার্থ সুরক্ষায় তারা গাজা থেকে ইসরায়েলি সেনার পূর্ণাঙ্গ প্রত্যাহার ও যুদ্ধ অবসানের ওপর জোর দিয়ে আসছে। অস্ত্র সমর্পণ প্রশ্নে তারা রাজনৈতিক সমাধানের কাঠামোর ভিতর থেকে আলোচনার কথা জানায়। সম্প্রতি ফিলিস্তিনকে অনেক পশ্চিমা দেশের স্বীকৃতি প্রদান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের সময় অধিকাংশ দেশের ওয়াকআউটের কয়েক দিনের মধ্যে এই পরিকল্পনা ঘোষণা হলো। ট্রাম্প বরাবর নেতানিয়াহুকে সমর্থন দিয়ে এলেও ইসরায়েলের সাম্প্রতিক কিছু ঘটনায় হতাশা প্রকাশ করেন। বিশেষ করে কাতারে হামাস নেতাদের ওপর হামলায় তিনি ক্ষুব্ধ হন। এ পরিপ্রেক্ষিতে শান্তি পরিকল্পনাকে বিশ্বনেতারা সাধুবাদ জানিয়েছেন। মার্কিন রূপরেখা অনুযায়ী ‘টেকনোক্র্যাট, অরাজনৈতিক ফিলিস্তিন কমিটি’ সাময়িকভাবে গাজা শাসন করবে। যার তদারকি করবে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী সংস্থা। ট্রাম্প যার নাম দিয়েছেন ‘বোর্ড অব পিস’ এবং যা হবে তাঁরই নেতৃত্বে। এগুলো প্রকৃতই সদিচ্ছার প্রকাশ, নাকি কোনো নতুন কৌশল- ফিলিস্তিন কর্তৃপক্ষ ও তাদের সুহৃদরা নিশ্চয় তার সতর্ক পর্যালোচনা করবেন। মানুষ চায়- সব আগ্রাসন হত্যা ধ্বংস ও যুদ্ধের অবসান। ফিলিস্তিন-ইসরায়েল দ্বিজাতিভিত্তিক সমাধান বিশ্ববাসীর কাম্য। ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ তা নিশ্চিত করুক।
শিরোনাম
- গভীর রাতে গুলিস্তানে মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
ট্রাম্পের শান্তি প্রস্তাব
ফিলিস্তিন-ইসরায়েল সহাবস্থান কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর