ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ অক্টোবর তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দ্বিপক্ষীয় লড়াই। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি দিবা-রাত্রির ম্যাচই দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই দিনের বিশ্রামের পর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে টি-২০ সিরিজ। তিন ম্যাচের এ সিরিজ ২৬, ২৮ এবং ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-২০ খেলে ক্যারিবীয়রা।