সরকারের সাথে মিল রেখে ২০২৬ সালের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।
বেসরকারি হজ প্যাকেজ তিনটি হলো: বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৫০ হাজার টাকা, সাশ্রয়ী প্যাকেজ: ৫ লাখ ১০ হাজার টাকা
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়।
হাব জানায়, ২০২৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ ছিলো ৬ লাখ ৯৯ হাজার টাকা। এবছর তা ৫১ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজারে। একইভাবে, গত বছর সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ২৩ হাজার টাকা, এবার তা ২৭ হাজার টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজারে। আর ৫ লাখ ১০ হাজার টাকার সাশ্রয়ী প্যাকেজ এবারই প্রথম ঘোষণা করা হলো।
এর আগে রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে। বিশেষ প্যাকেজ: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, সুলভ প্যাকেজ: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, সাশ্রয়ী প্যাকেজ: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন