আর্সেনালের রক্ষণভাগের অন্যতম ভরসা উইলিয়াম সালিবা দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি নিশ্চিত করলেও মেয়াদ প্রকাশ করেনি। তবে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফরাসি ডিফেন্ডার ২০৩০ সালের জুন পর্যন্ত লন্ডনের ক্লাবটিতে থাকবেন।
সালিবার সঙ্গে এই চুক্তি রেয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্ভাব্য স্থানান্তরের গুঞ্জন আপাতত বন্ধ করল।
২৪ বছর বয়সী এই সেন্টার-ব্যাক এরই মধ্যে আর্সেনালের জার্সিতে ১৪০টি ম্যাচ খেলে ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। দলের রক্ষণভাগে ব্রাজিলিয়ান গাব্রিয়েল মাগালিয়াইসের সঙ্গে গড়ে তুলেছেন এক জমাট জুটি। উল্লেখ্য, গাব্রিয়েলও গত জুনে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন।
২০০৪ সালের পর থেকে প্রিমিয়ার লিগের শিরোপা অধরা আর্সেনালের জন্য সালিবা এখন এক অপরিহার্য খেলোয়াড়। কোচ মিকেল আর্তেতার অধীনে শিরোপা জয়ের পথে তিনিই হতে পারেন বড় ফারাক গড়ে দেওয়া নাম।
বিডি প্রতিদিন/মুসা