শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের ক্ষত নিয়ে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে ভালো শুরু পায় টাইগাররা। তবে, পুরোনো ধাচে হঠাৎই আবারও ছন্দপতন শুরু হয়। ইতোমধ্যে তানজিদ হাসান তামিম, অধিনায়ক লিটন দাস ও ইমনের উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা।
রিপোর্টটি লেখা পর্যন্ত ৯ ওভারে ৩ উইকেটের খরচায় ৬৯ রান তুলেছে বাংলাদেশ। ব্যক্তিগত ইনিংসে তিন বলে ২ রান তুলেছেন চারে নামা মোহাম্মদ নাইম শেখ। এদিন দুই বছর পর একাদশে ফিরেছেন এই টাইগার ব্যাটার। অন্যদিকে তৌহিদ হোসেন হৃদয় তুলেছেন দুই বলে ১ রান।
এদিন তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।
মোহাম্মদ সাইফউদ্দিন জাতীয় দলে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। ১৪ মাস পর মাঠে ফিরছেন আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।
বিডি প্রতিদিন/কেএ