ঘাসের কোর্টে খেলার অভ্যাস না থাকলেও অবশেষে উইম্বলডনের সেমিফাইনালে জায়গা করে নিলেন পোল্যান্ডের তারকা ইগা স্বিয়নতেক। বুধবার কোয়ার্টার ফাইনালে তিনি রাশিয়ার লুদিমিলা সামসোনোভাকে ৬–২, ৭–৫ ব্যবধানে পরাজিত করে জীবনের প্রথম উইম্বলডন সেমিফাইনালে ওঠেন।
গ্র্যান্ড স্লামে ইতিমধ্যেই পাঁচবার চ্যাম্পিয়ন হলেও স্বিয়নতেকের সাফল্য এতদিন সীমাবদ্ধ ছিল ক্লে ও হার্ড কোর্টে। উইম্বলডনে কখনও শেষ চারের মুখ দেখেননি। সেই ধারা এবার পাল্টে দেওয়ার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচ শেষে বলেন, 'জুনিয়র পর্যায় থেকেই এই কোর্টে আমি সুবিধা করতে পারিনি। তবে এবার আলাদা প্রস্তুতি নিয়েছিলাম এবং সেটা যে কাজে লেগেছে, তা এই ফলই প্রমাণ করছে। এখন অনেকটাই স্বস্তিতে আছি।'
সেমিফাইনালে স্বিয়নতেকের মুখোমুখি হবেন সুইৎজারল্যান্ডের বেলিন্দা বেনসিচ। বেলিন্দার জন্যও এটি প্রথম উইম্বলডন সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনালে তিনি হারান র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা মিরা আন্দ্রিভাকে, ম্যাচের ফল ৭–৬, ৭–৫।
মাত্র ১৫ মাস আগে মা হয়েছেন বেনসিচ। মাতৃত্বের পর কোর্টে ফিরে একের পর এক চমক দিয়ে সেমিফাইনালে পৌঁছানো নিঃসন্দেহে এক বড় কৃতিত্ব। নিজের জয়টি তিনি উৎসর্গ করেছেন কন্যা বেলাকে।
অন্যদিকে, উইম্বলডন চলাকালীনই টেনিস থেকে অবসরের ঘোষণা করলেন ইতালীয় তারকা ফাবিও ফগনানি। ৩৮ বছর বয়সি এই খেলোয়াড় সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজ আমি সরকারিভাবে জানাচ্ছি, টেনিসকে আমি বিদায় জানালাম।'
যদিও ফগনানির দখলে কোনো গ্র্যান্ড স্লাম নেই, তবে কোর্টে তিনি ছিলেন এক জেদি প্রতিদ্বন্দ্বী। জোকোভিচ, মারে-দের বিরুদ্ধে তাঁর লড়াই আজও স্মরণীয়। চলতি উইম্বলডনে প্রথম রাউন্ডেই পাঁচ সেটের রোমাঞ্চকর ম্যাচে হেরে যান কার্লোস আলকারাসের কাছে, যা তাঁর শেষ ম্যাচ হয়ে রইল।
বিডি প্রতিদিন/মুসা