ভারতীয় ক্রিকেটে আবারও লজ্জাজনক ঘটনা। এবার আরেকটি দুর্নীতির খবর এলো প্রকাশ্যে। এই ঘটনায় হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাওকে গ্রেফতার করা হয়েছে।
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের টিকেট বিক্রি নিয়ে তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
এ বারের আইপিএলে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্সের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার পরেই সিআইডি-র হাতে গ্রেফতার করে জগনকে।
সানরাইজার্সের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই অভিযোগ করা হয় এইচসিএ-র বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, হায়দ্রাবাদের ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে ফ্র্যাঞ্চাইজিকে ভয় দেখানো, বলপ্রয়োগ এবং ব্ল্যাকমেল করা হয়েছে। সানরাইজার্স আরও অভিযোগ করেছে, ২৭শে মার্চ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হায়দ্রাবাদের ম্যাচের আগে জগন স্টেডিয়ামের এফ-৩ কর্পোরেট বক্স তালাবন্ধ করে দিয়েছিলেন। এই বক্স লক্ষ্ণৌর মালিক সঞ্জীব গোয়েনকার জন্য বরাদ্দ করা হয়েছিল।
এই বিতর্কের পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি একটি ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেন। তদন্তে জানা যায় যে, জগন তার পদের অপব্যবহার করে ফ্র্যাঞ্চাইজির ওপর চাপ সৃষ্টি করেছেন। এই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
২০২৫ সালের আইপিএলে হায়দ্রাবাদ ভালো করতে পারেনি। তারা ষষ্ঠ স্থানে শেষ করে। ফলে প্লে-অফে জায়গা হয়নি। প্যাট কামিন্সের দল ছয়টা ম্যাচ জিতেছে এবং সাতটা ম্যাচে হেরেছে।
বিডি প্রতিদিন/নাজমুল