উইম্বলডনের সবুজ কোর্টে আরও একবার ইতিহাস লিখলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে ইতালির ফ্লাবিও কোবোলিকে চার সেটের লড়াইয়ে হারিয়ে পৌঁছে গেলেন নিজের ১৪তম উইম্বলডন সেমিফাইনালে। এই কীর্তির মাধ্যমে তিনি টপকে গেছেন কিংবদন্তি রজার ফেদেরারকে, যিনি ১৩ বার উইম্বলডনের সেমিফাইনাল খেলেছিলেন।
৩৮ বছর বয়সেও অপ্রতিরোধ্য জকোভিচ যেন সময়কে থামিয়ে রেখেছেন। প্রথম সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরবর্তী তিন সেট ৬-২, ৭-৫, ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচ নিশ্চিত করেন তিনি। এই জয় শুধু ফেডেরারকেই নয়, নিজেকেও ছাপিয়ে যাওয়ার নজির গড়েছে। এটি তাঁর ৫২তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল।
ম্যাচ শেষে জকোভিচ বলেন, 'এই বয়সেও বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা আমার জন্য গর্বের।'
টেনিসের সর্বকালের সেরা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করছেন জকোভিচ। ইতোমধ্যেই ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর নামের পাশে। এবারের উইম্বলডন ট্রফি জিতলে সংখ্যাটা দাঁড়াবে ২৫-এ। তখন টেনিস ইতিহাসে সব বিভাগের মধ্যে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী হবেন তিনি, টপকে যাবেন মার্গারেট কোর্টকেও।
বিডি প্রতিদিন/মুসা