অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিনেই বাধা হয়ে দেখা দিল বৃষ্টি। দুই ঘণ্টার ওপরে বৃষ্টি থাকায় প্রথম সেশনের শেষদিক এবং দ্বিতীয় সেশনের শুরুর দিকে অনেকটা খেলা হয়নি। অবশ্য বৃষ্টি আসার আগেই ভারতের দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে ইংল্যান্ড। ওপেনার জয়সোয়াল ৯ বলে মাত্র ২ রান করে গাস অ্যাটকিনসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। কে এল রাহুল ৪০ বলে ১৪ রান করে ক্রিস ওকসের বলে বোল্ড হন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের পক্ষে সাই সুদর্শন ২৮ ও অধিনায়ক শুভমান গিল ২১ রানে ব্যাটিং করছিলেন। ভারত ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৩ রান করে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম টেস্টে ড্র করলেই সিরিজ নিশ্চিত করবে ইংলিশরা। অন্যদিকে সিরিজে অন্তত ড্র করতে হলেও জয়ের বিকল্প নেই ভারতের সামনে।