রতন স্টোর। মালিক রতন মজুমদার। দোকানের অবস্থান কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ দুধবাজারে। তাঁর বয়স প্রায় ৭০। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। দেশের অন্য ৮-১০ জন দোকানদারের থেকে তিনি ব্যতিক্রম। তিনি কোনো ক্যালকুলেটর ব্যবহার করেন না। মুখে মুখে করেন লাখ টাকার হিসাব। তাই ক্রেতাদের মুখে তিনি হয়ে উঠেছেন ‘মানব ক্যালকুলেটর’। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করায় দিন দিন তাঁর ক্রেতা বাড়ছে। তিনি ক্যালকুলেটরের থেকে কম সময়ের মধ্যে হিসাব করতে পারেন। রতনের হিসাব নিখুঁত ও দ্রুত। তিনি যেন গণনাযন্ত্রকেও হার মানান! রতনের দোকানে গিয়ে দেখা যায়, সেখানে ক্রেতাদের ভিড়। কেউ পণ্য কিনতে এসেছেন, কেউ দেখছেন তার নির্ভুল গণনা। একজন ক্রেতার ক্রয় করা পণ্য তার সহকারী নয়ন মজুমদার ব্যাগে দিচ্ছেন আর তিনি মুখে হিসাব করে ফেলছেন। তার এ প্রতিভা দেখে মুগ্ধ ক্রেতারা। সহকারী নয়ন মজুমদার বলেন, ১০টি পণ্যের দাম বলি আর তিনি মুখে হিসাব করে ফেলেন। এতে ক্রেতারা খুশি হন। আমারও ভালো লাগে। ক্রেতারা তাঁকে ‘মানব ক্যালকুলেটর’ বলে ডাকেন। রতনের দোকানের ক্রেতা কাপ্তানবাজার এলাকার মফিজ উদ্দিন আখন্দ। তিনি বলেন, ‘১৯৯৫ সাল থেকে তাঁর দোকানে আসি। ২০ হাজার হোক বা ৪০ হাজার হোক তিনি মুখে হিসাব করে ফেলেন। হিসাবে কখনো গরমিল হয়নি। তাঁর এখানে পণ্যের দামও তুলনামূলক কম। তাই এখানে আসি।’ ক্রেতা হালুয়াপাড়ার লোকমান হোসেন বলেন, ‘তাঁর বিষয়টি অনেক ইউনিক। তিনি অনেক লম্বা হিসাব মুখে করে ফেলেন। দেখতে অনেক ভালো লাগে। হিসাব করতে করতে তিনি এক্সপার্ট হয়ে গেছেন।’ ক্রেতা চান্দপুরের আবদুল আউয়াল রানা বলেন, ‘রতন মজুমদার ভালোমানের পণ্য দেন সাশ্রয়ী দামে। চকবাজার থেকে এখানে কম দামে পাওয়া যায়। রাজগঞ্জ এলাকার মুদিমালের মধ্যে তিনিই ৪০ ভাগ বিক্রি করেন।’ রতন মজুমদার বলেন, ‘আমার বাসা গোয়ালপট্টি। স্ত্রী ও দুই ছেলে আছে। ব্যবসা করছি ৩৫ বছর ধরে। রাজবাড়ি গেটে প্রথম দোকান ছিল। কেরোসিন বিক্রি দিয়ে শুরু। পান, সিগারেট ও চা বিক্রি করেছি। পরে দুধবাজারের পাশে মুদি দোকান দিয়েছি।’ মুদি দোকান দিয়েছেন প্রায় ২৫ বছর। ক্রেতাকে সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য দিতে তাঁর আনন্দ লাগে বলেও জানান। এ ছাড়া মুখে মুখে হিসাব করতে দেখেন তা মিলে যাচ্ছে। ক্রেতারা এ নিয়ে প্রশংসা করেন বলে জানান তিনি।
শিরোনাম
- ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত
- সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮, আহত ২০
- যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে বিখ্যাত গীতিকার ব্রেট জেমসসহ নিহত ৩
- নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪
- লঘুচাপের শঙ্কা, সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস
- গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- মোহাম্মদপুর জোনের এসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
- ‘১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল’
- নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে : পুলিশ
- হ্যান্ডশেক বিতর্ক ছাপিয়ে আলোচনায় আমিরের কোহলি প্রশংসা
- বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি
- চাকসুর কার্যনির্বাহী পরিষদের ২৬ পদে ৪২৯ জন প্রার্থী
- রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য : মৌনির সাতৌরি
- দেশের প্রেক্ষাগৃহে জয়ার 'ফেরেশতে'
- বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর
- ফটিকছড়িতে বাসচাপায় ছেলের সামনে প্রাণ গেল মায়ের
- চাকসু নির্বাচন: অনাবাসিক ভোটারদের নিয়েই বেশি চিন্তায় প্রার্থীরা
- পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
- মেহেরপুরে ২৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
- রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
প্রকাশ:
০০:০০, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০১:০৬, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মুখে করেন লাখ টাকার হিসাব
যেন মানব ক্যালকুলেটর
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর