রাজধানীর খিলক্ষেতের তিনশো ফিট মস্তুল এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। আহত ব্যক্তির নাম মনির হোসেন (২৭)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত মনিরের ভগ্নিপতি কামাল মাস্টার জানান, মনির পেশায় স্যানিটারি মিস্ত্রি। সহকর্মীর সঙ্গে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। নিহত ব্যক্তির পরিচয় তিনি জানাতে পারেননি।
খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে জেনেছি একজনের মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মনির খিলক্ষেত ডুমনি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। তার বাবার নাম সুলতান মাতুব্বর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ