নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর থেকে আলেকজান্ডারের উদ্দেশ্যে যাত্রীবাহী অটোরিকশাটি রওনা দেয়। পথে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে ধানক্ষেতে পড়ে যায়। এতে নারীসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২৭ বছর। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ