চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট-মাইজভান্ডার সড়কের দরবার কমিউনিটি সেন্টারের সামনে থেমে গেল তুলশি দেবির (৫৫) জীবনযাত্রা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত তুলশি দেবি উপজেলার খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার মৃত পরিমল নাথের স্ত্রী। জীবনের দীর্ঘ সংগ্রামী পথচলার শেষে তিনি ফিরছিলেন ছেলের ভাড়া বাসায়। কিন্তু বাসায় আর ফেরা হলো না তাঁর।
প্রত্যক্ষদর্শীরা জানান, দরবারমুখী একটি বাস দ্রুতগতি নিয়ে আসার সময় হঠাৎই তুলশি দেবিকে চাপা দেয়। মুহূর্তেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি ( স্থানীয়রা আটক করে।
নিহতের ছেলে মিন্টু নাথ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনাস্থলের পাশেই আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। মা বাসায় ফেরার পথে আমার চোখের সামনে এমনভাবে মারা যাবেন এটা ভাবতেও পারিনি।
প্রত্যক্ষদর্শী কায়েম আব্দুল্লাহ বলেন, আমি দরবার থেকে জেয়ারত শেষে ফিরছিলাম। হঠাৎই বাসটি ওই নারীকে চাপা দেয়। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে সবাই স্তব্ধ হয়ে যায়।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়কের ওপরেই ওই নারীর মৃত্যু হয়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ