পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশকে এবার পরিবর্তন করতে চাই। ক্ষমতার চেয়ার বা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই না। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেওয়া যাবে না। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র ও মানুষের খেদমতের নামে চাঁদাবাজি। আমরা এ অবস্থার উত্তরণ চাই। গতকাল পিরোজপুরে দিনভর গণসংযোগ করার সময় স্থানীয় রায়েরকাঠি রাজবাড়ীর পথসভায় তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, আমরা এখনো দেখি রাজাকার ট্যাগিং। ডাকসু নির্বাচনে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সেই বিজয়ীদেরও রাজাকার ট্যাগিং দেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজাকার ট্যাগিং দিয়ে কোনো লাভ হবে না। ওই ট্যাগিং, অপপ্রচার ও প্রতিহিংসার রাজনীতি যত দিন বন্ধ না হবে, তত দিন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।