ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রাম। এ গ্রামে প্রথমবারের মতো বেদানা চাষ করে বাজিমাত করেছেন তরুণ উদ্যোক্তা সোহেল রানা আবদুল্লাহ। বিদেশি জাতের বেদানা চাষ করে তিনি একদিকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন, অন্যদিকে স্থানীয়দের মধ্যে জাগিয়েছেন নতুন উদ্যম। তার এ বাগান দেখতে ও পরামর্শ নিতে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন। সরজমিন দেখা যায়, সারি সারি গাছে লাল, গোলাপি ও হালকা সবুজ রঙের বেদানা ঝুলছে। কোনো গাছে ফুল দেখা দিয়েছে, কোনোটাতে ফুল থেকে ফলে রূপান্তর ঘটছে। এ যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা রঙিন তুলির আঁচড়ে অবাক করা দৃশ্য। বেদানা বাগানের এমন দৃশ্য মানুষকে আকৃষ্ট করছে। জানা গেছে, সোহেল রানা ২০২১ সালে ইউটিউব ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে পার্শ্ববর্তী জেলা থেকে ভারতীয় ভাগওয়া জাতের ৯১টি বেদানার চারা সংগ্রহ করে এক বিঘা জমিতে রোপণ করেন। গাছ লাগানোর দুই বছর পর থেকেই ফুল আসা শুরু হয়। বর্তমানে তাঁর বাগান ভরে গেছে ফুলে ও ফলে। একেকটি গাছে ৩০ থেকে ৮০টি পর্যন্ত বেদানা ধরেছে। স্থানীয় কৃষক আজিজুল হক বলেন, ‘শুরুতে আমরা ভেবেছিলাম এ মাটিতে বেদানা হবে না। কিন্তু এখন দেখছি ফলনে ভরপুর গাছ। দেখে মনটা ভরে যায়।’ দর্শনার্থী শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘ফেসবুকে ছবি দেখে এখানে এসেছি। সত্যিই চোখ ধাঁধানো দৃশ্য। মনে হয় যেন বিদেশের কোনো ফল বাগান।’ উদ্যোক্তা সোহেল রানা আবদুল্লাহ বলেন, ‘বেদানার চাষ অত্যন্ত লাভজনক। বাজারে চাহিদা ভালো থাকায় বাজারজাত করাও খুব সহজ। যদি যত্নসহকারে বেদানা চাষ করা হয় তাহলে একজন চাষি অনেক লাভবান হতে পারবেন। যখন গাছে বেদানা ঝুলে থাকে, তখন দেখতেও খুব সুন্দর লাগে। কোনো জায়গা অযথা ফেলে না রেখে একটু যত্ন নিয়ে এ ধরনের বেশি লাভজনক ফলের চাষ করলে খুব সহজেই লাভের মুখ দেখা সম্ভব। বাজার ভালো থাকলে এ মৌসুমে দেড় থেকে ২ লাখ টাকার বেদানা বিক্রির হবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘প্রথমে অনেকেই নিরুৎসাহ করেছিল। তবে আমি হাল ছাড়িনি। ভবিষ্যতে আরও জমি নিয়ে বেদানা বা আনার চাষ বাড়ানোর পরিকল্পনা আছে। এখন অনেকেই ঝুঁঁকছেন বেদানা চাষে।’ ভবিষ্যতে বাগান বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, ‘বেদানা বাংলাদেশের আবহাওয়ায় একটি নতুন সম্ভাবনা। আমরা উদ্যোক্তাদের পাশে আছি। পরীক্ষামূলক চাষে আমরা সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। আবদুল্লাহর সফলতা অন্যদেরও অনুপ্রাণিত করবে।’
শিরোনাম
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি