ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রাম। এ গ্রামে প্রথমবারের মতো বেদানা চাষ করে বাজিমাত করেছেন তরুণ উদ্যোক্তা সোহেল রানা আবদুল্লাহ। বিদেশি জাতের বেদানা চাষ করে তিনি একদিকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন, অন্যদিকে স্থানীয়দের মধ্যে জাগিয়েছেন নতুন উদ্যম। তার এ বাগান দেখতে ও পরামর্শ নিতে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন। সরজমিন দেখা যায়, সারি সারি গাছে লাল, গোলাপি ও হালকা সবুজ রঙের বেদানা ঝুলছে। কোনো গাছে ফুল দেখা দিয়েছে, কোনোটাতে ফুল থেকে ফলে রূপান্তর ঘটছে। এ যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা রঙিন তুলির আঁচড়ে অবাক করা দৃশ্য। বেদানা বাগানের এমন দৃশ্য মানুষকে আকৃষ্ট করছে। জানা গেছে, সোহেল রানা ২০২১ সালে ইউটিউব ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে পার্শ্ববর্তী জেলা থেকে ভারতীয় ভাগওয়া জাতের ৯১টি বেদানার চারা সংগ্রহ করে এক বিঘা জমিতে রোপণ করেন। গাছ লাগানোর দুই বছর পর থেকেই ফুল আসা শুরু হয়। বর্তমানে তাঁর বাগান ভরে গেছে ফুলে ও ফলে। একেকটি গাছে ৩০ থেকে ৮০টি পর্যন্ত বেদানা ধরেছে। স্থানীয় কৃষক আজিজুল হক বলেন, ‘শুরুতে আমরা ভেবেছিলাম এ মাটিতে বেদানা হবে না। কিন্তু এখন দেখছি ফলনে ভরপুর গাছ। দেখে মনটা ভরে যায়।’ দর্শনার্থী শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘ফেসবুকে ছবি দেখে এখানে এসেছি। সত্যিই চোখ ধাঁধানো দৃশ্য। মনে হয় যেন বিদেশের কোনো ফল বাগান।’ উদ্যোক্তা সোহেল রানা আবদুল্লাহ বলেন, ‘বেদানার চাষ অত্যন্ত লাভজনক। বাজারে চাহিদা ভালো থাকায় বাজারজাত করাও খুব সহজ। যদি যত্নসহকারে বেদানা চাষ করা হয় তাহলে একজন চাষি অনেক লাভবান হতে পারবেন। যখন গাছে বেদানা ঝুলে থাকে, তখন দেখতেও খুব সুন্দর লাগে। কোনো জায়গা অযথা ফেলে না রেখে একটু যত্ন নিয়ে এ ধরনের বেশি লাভজনক ফলের চাষ করলে খুব সহজেই লাভের মুখ দেখা সম্ভব। বাজার ভালো থাকলে এ মৌসুমে দেড় থেকে ২ লাখ টাকার বেদানা বিক্রির হবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘প্রথমে অনেকেই নিরুৎসাহ করেছিল। তবে আমি হাল ছাড়িনি। ভবিষ্যতে আরও জমি নিয়ে বেদানা বা আনার চাষ বাড়ানোর পরিকল্পনা আছে। এখন অনেকেই ঝুঁঁকছেন বেদানা চাষে।’ ভবিষ্যতে বাগান বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর। এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, ‘বেদানা বাংলাদেশের আবহাওয়ায় একটি নতুন সম্ভাবনা। আমরা উদ্যোক্তাদের পাশে আছি। পরীক্ষামূলক চাষে আমরা সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। আবদুল্লাহর সফলতা অন্যদেরও অনুপ্রাণিত করবে।’
শিরোনাম
- ইসরায়েলকে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
- দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প
- অবশেষে সেই ব্রিটিশ দম্পতিকে মুক্তি দিল তালেবান
- ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
- এবার এস্তোনিয়ায় ঢুকল রাশিয়ার তিন যুদ্ধবিমান
- জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
- মাঠে ফিরছে এনসিএল টি-টোয়েন্টি
- পর্তুগালও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে
- ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত
- সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮, আহত ২০
- যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে বিখ্যাত গীতিকার ব্রেট জেমসসহ নিহত ৩
- নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪
- লঘুচাপের শঙ্কা, সারা দেশে পাঁচ দিন বৃষ্টির আভাস
- গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- মোহাম্মদপুর জোনের এসিসহ তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
- ‘১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার করা হয়েছিল’
- নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে : পুলিশ
- হ্যান্ডশেক বিতর্ক ছাপিয়ে আলোচনায় আমিরের কোহলি প্রশংসা
- বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি