দক্ষিণ গাজার রাফা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, বৃহস্পতিবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত চারজনই ছিলেন বাহাদ-১ অফিসার স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য।
আইডিএফ নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন— ওমরি চাই বেন মোশে (২৬), ইরান শেলেম (২৩), এইতান আভনার বেন ইতজাক (২২) ও রন আরিয়েলি (২০)।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় গাজায় হামাসের বিরুদ্ধে চলমান স্থল অভিযান এবং সীমান্ত-সংক্রান্ত সামরিক অভিযানে ইসরায়েলের সেনা হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে।
বিডি-প্রতিদিন/শআ