ভারত আর ওমানের ম্যাচটি দিয়ে আজ শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপপর্ব। তবে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
সুপার ফোর পর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। চার দল একে অপরের সাথে খেলবে। সেরা দুই দল যাবে ফাইনালে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপের ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার সুপার ফোরে লড়বে দুই দল। লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটনরা। পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।
পরের দিনই ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সুপার ফোর পর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ বাদে বাকি সব ম্যাচ হবে দুবাইয়ে। ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও মাঠে গড়াবে দুবাইয়েই।
বিডি প্রতিদিন/নাজিম