: স্যার, তিন তিনটা দিন খাইনা। দুই টাকা দিবেন?
: তিন দিন খাওনি, দুই টাকায় কী হবে?
: ওজন মেপে দেখব, কতটা ওজন কমেছে।
► রেস্টুরেন্টে বসে এক ব্যক্তি বলছেন ওয়েটারকে, ‘এটা আমাকে কী খেতে দিয়েছ?’
ওয়েটার : কেন স্যার? এটা স্যুপ।
জনৈক ব্যক্তি : আমি দুই দিন আগে এটা কী ছিল, জানতে চাইনি। আমি জানতে চাইছি, এখন এটা কী?
► তপু বলছে তার প্রেমিকাকে, প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই। আমার সুখ, দুঃখ, হাসি, কান্না... সব!’
প্রেমিকা : শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক।
► এয়ারপোর্টে চেক-ইন করার সময় এক যাত্রী বলল, আমার দুটি ব্যাগের একটি পাঠান নিউইয়র্কে, অন্যটি লস অ্যাঞ্জেলেসে।
: তা তো সম্ভব নয়! যাত্রীকে জানানো হলো।
: সম্ভব নয় মানে? গতবারই তো আপনারা সেটা করতে পেরেছিলেন!
► ইন্টারভিউ দিতে এসেছে এক চাকরিপ্রার্থী।
: আপনার বয়স কত?
: ত্রিশ বছর।
: আপনি কত বছর চাকরি করেছেন?
: পঁয়ত্রিশ বছর।
: এটা কী করে সম্ভব?
: ওভারটাইম করেছি, স্যার।
► দুই বন্ধুর আলাপ হচ্ছে।
: কি রে কেমন আছিস? তোর স্ত্রী কেমন আছে?
: স্ত্রী নেই। ছয় মাস হলো রাগ করে বাপের বাড়ি চলে গেছে।
: কী কথা বলেছিলি মনে আছে তোর? আমার স্ত্রীকে কথাটা একবার বলে দেখতাম!
► তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ণনা করছে।
প্রথম বন্ধু : জানিস আমি স্বপ্নে দেখলাম মরুভূমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি।
দ্বিতীয় বন্ধু : আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি তার মালিক হয়ে গেছি।
তৃতীয় বন্ধু : আমি স্বপ্নে দেখলাম এত কিছু পেয়ে তোরা খুশিতে হার্টফেল করেছিস আর মরবার আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস।
-সংগ্রহ : জান্নাতুল অ্যানি, রামপুরা, ঢাকা।