বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম ইউনিয়নের বড়ুয়া পাড়ায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুপন বড়ুয়া (৩২)-এর ছুরিকাঘাতে ছোট ভাই সুকল বড়ুয়া (২৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে সুপন বড়ুয়া বাড়িতে এসে মায়ের সঙ্গে মারধরের চেষ্টা করলে ছোট ভাই সুকল বাধা দেন। এক পর্যায়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির সময় সুপন উত্তেজিত হয়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সুকলকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি পুলিশ পাড়ি ফাঁড়ির ইনচার্জ জাফরুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুপন বড়ুয়াকে আটক করেন। পুলিশ জানায়, রাত ৮টা ৫৫ মিনিটে ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/আশিক