রাজবাড়ীতে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মূলঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রশোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা হয়।
মূলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের অনেক উন্নয়ন বাকি রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে রাজবাড়ীতে কোনো উন্নয়ন করেনি। আমাদের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা সেতু নির্মাণ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন মূলঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. ফরিদ উদ্দীন (সঞ্চালক), রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক