বাগেরহাট-১ সংসদীয় আসন থেকে ফকিরহাট এলাকাকে বিচ্ছিন্ন করে পাশের অন্য আসনের সঙ্গে সংযুক্ত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। গতকাল এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে ফকিরহাটকে কেন আগের আসনে ফিরিয়ে আনা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব ও বাগেরহাটের ডিসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম ওয়াহিদুজ্জামান দিপু ও নকীব সাইফুল ইসলাম। পরে ওয়াহিদুজ্জামান দিপু সাংবাদিকদের জানান, চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা নিয়ে বাগেরহাট-১ সংসদীয় আসনটি গঠিত। আসনটি স্বাধীনতার পর থেকে ২০২৪-এর নির্বাচন পর্যন্ত এভাবেই ছিল। সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাট-১ আসন থেকে ফকিরহাট অঞ্চলকে বিচ্ছিন্ন করে পাশের অন্য একটি আসনের সঙ্গে সংযুক্ত করে দিয়েছে। একই সময়ে ভৌগোলিকভাবে সরাসরি বাগেরহাট সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও সদর উপজেলাকে মোল্লাহাট, চিতলমারী নির্বাচনি এলাকার সঙ্গে সংযুক্ত করেছে। এ সংযুক্ত বেআইনি দাবি করে রিট করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।