জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।
সরজমিনে দেখা যায়, কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া এদিন দুই শতাধিক শিক্ষার্থীকে সেবা ঔষধ সরবরাহ করা হয়েছেন বলে জানিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।
স্বাস্থ্যসেবার বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক রূপন্তী রত্না বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। আগামী বুধবার স্কিন বিভাগ এবং বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা দেওয়া হবে। আশা করি ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদলের এমন মহৎ উদ্যোগ চলমান থাকবে।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে শিক্ষার্থীরা যে পরিমাণ মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, তা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা নেই। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।
বিডি প্রতিদিন/নাজমুল