আধুনিক ফুটবলে এখন চলছে নতুনদের আধিপত্য। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মর্যাদার পুরস্কারেও রাজত্ব করছেন তরুণ তুর্কিরা। দুই বছর ধরে এমনটাই লক্ষ্য করছে ফুটবল বিশ্ব। বিশেষ করে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের ক্ষেত্রে। গত দুই দশক এ পুরস্কারে আধিপত্য দেখিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (৮ বার) ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো (৫ বার)। আধুনিক ফুটবলের এ দুই সুপার স্টারের আধিপত্য কেড়ে নিয়ে গত বছর নতুন নতুন তারকাদের দেখা যাচ্ছে ব্যালন ডিঅর মঞ্চে। শুধু তাই নয়, সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করতে পারছেন না তারা। গত বছর এ পুরস্কার জিতেছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজির উইঙ্গার ওসমানে ডেম্বেলের হাতে উঠেছে ২০২৫ ব্যালন ডিঅর ট্রফি। তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রত্যাশা অনুযায়ী ক্যারিয়ারে প্রথমবারের মতো এ ট্রফি উঁচিয়ে ধরেছেন এ ফরাসি ফরোয়ার্ড।
অন্যদিকে টানা তৃতীয়বার নারীদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। এর আগে ২০২১ ও ২০২২ সালে এ পুরস্কারজয়ী বার্সেলোনা তারকাকে ছাড়িয়ে যাওয়ার মতো কেউ ছিলেন না। যদিও পেছনে ফেলেছেন আরেক স্প্যানিশ তারকা মারিওনা কারডেনটিকে। প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার ব্যালন ডিঅর জিতে আইতানা ছাড়িয়ে গেলেন বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে (দুবার)। ২৭ বছর বয়সি আইতানা গত মৌসুমে বার্সার হয়ে ঘরোয়া ট্রেবল জয়ে অবদান রাখেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করার পাশাপাশি ১২ অ্যাসিস্ট করেন তিনি, নির্বাচিত হন উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমসেরা।