একাত্তরের পরাজিত শক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘১৯৭১-এর পরাজিত শক্তিরা আজ ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা এখন নতুন করে পিআর পদ্ধতির (আনুপাতিক প্রতিনিধিত্ব) কথা বলছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরও তারা আন্দোলন করছে। পিআর পদ্ধতির মাধ্যমে আবারও ফ্যাসিজম নিয়ে আসার চেষ্টা হচ্ছে।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণতন্ত্র রক্ষা আন্দোলন সংগঠন আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।