অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নবীজীর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্যিকার পরিবর্তন আসবে। রাসুলের জীবনাদর্শ ধারণ করতে পারলে জীবন আলোকিত হবে। এজন্য আমাদের প্রত্যেককে সীরাত ও সুন্নাতকে নিজেদের জীবনে কার্যকর করার আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।
মঙ্গলবার মানিকছড়ি ও খাগড়াছড়ি জেলা সদরে পৃথক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “প্রত্যন্ত জনপদের মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তা করা হবে।” তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি গরীব, অসহায় শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি ও সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।
মানিকছড়ি দারুল ইহ্সান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হেফাজতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন, মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সভাপতি মো. এনাম।
পরে খাগড়াছড়ির টাউন হলে সিরাত সেমিনারে অংশগ্রহণ করেন ধর্ম উপদেষ্টা।
এসময় খাগড়াছড়ির সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার কবির।
বিডি প্রতিদিন/আশিক