তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসন। হাওড় অধ্যুষিত এই জনপদে বিরাজ করছে নির্বাচনি আবহ। এই আসনে বিএনপির মনোনয়ন চাচ্ছেন ছয়জন। তারা হলেন- কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নাজির হোসেনের পত্নী সালমা নজির, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফেন্দী ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান। বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক বলেন, ফ্যাসিবাদ আমলে চরম প্রতিকূলতার মাঝেও ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে দলকে সময় দিয়েছি। এই অঞ্চলের প্রতিটি পাড়া মহল্লা আমার চেনা। কোথায় কী উন্নয়ন দরকার সেটা জানি। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখব।
এদিকে, যুক্তরাজ্যে থাকলেও দেশে এসে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকতেন কামরুজ্জামান কামরুল। চার উপজেলায় তাঁরও রয়েছে নিজস্ব বলয়। রাজনীতির মাঠে সক্রিয় থাকার পাশাপাশি চালাচ্ছেন প্রচার-প্রচারণা ও গণসংযোগ। বিএনপিকে তৃণমূলে জনপ্রিয় করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাজির হোসেন। তার মৃত্যুর পর দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিয়েছেন নজির-পত্নী সালমা নজির। প্রয়াত স্বামীর ইমেজ ও নিজের সাদামাটা প্রচারণা দিয়ে সাধারণ মানুষের নজর কাড়ার চেষ্টা করছেন তিনি। যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দলীয় নানা কর্মসূচির পাশাপশি ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। দলের তরুণ নেতাকর্মীদের কাছে টেনে নিজের পাল্লা ভারী করতে চাইছেন তিনি। যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফেন্দী ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান আব্দুল মোতালেব খান দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সক্রিয় রয়েছেন।
এছাড়া জামায়াতের প্রার্থী তোফায়েল প্রতিদিনই গণসংযোগ করছেন। অংশ নিচ্ছেন সামাজিক অনুষ্ঠানেও। তিনি বলেন, হাওর-অধ্যুষিত এই অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। জলমহাল ও মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নদী খনন ও বাঁধ নির্মাণ- জীবন-জীবিকার সঙ্গে যুক্ত। আল্লাহর ইচ্ছা ও ভোটারদের ভালবাসায় নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়গুলো বাস্তবায়নের চেষ্টা করবো।