গাইবান্ধা সদর উপজেলায় নাশকতা মামলায় ঘাগোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। মামুনকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম