৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার সম্মাননা পেলেন বলিউডের কিং শাহরুখ খান। দীর্ঘ প্রায় তিন দশকের চলচ্চিত্র জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন কিং খান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার হাতে তুলে দিলেন ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার।
আগস্টের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়েছিল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা। সেরা অভিনেতা বিভাগে শাহরুখ খানের সঙ্গে পুরস্কৃত হন ‘টুয়েলভথ ফেল’ ছবির অভিনেতা বিক্রান্ত মাসে। অপরদিকে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর শিরোপা অর্জন করেন রানী মুখার্জী।
তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান অভিনয় করেছেন অসংখ্য চরিত্রে কখনও ‘রাজ’, কখনও ‘রাহুল’, আবার কখনও ‘মেজর সমর আনন্দ’ কিংবা ‘মোহন’। যদিও সব ছবি বক্স অফিসে সফল হয়নি, তবুও তিনি কখনও থেমে যাননি। মাঝখানে বিরতি নিয়ে নিজেকে নতুন করে তৈরি করেছেন। বয়স এবং শারীরিক সমস্যাকে জয় করে আবারো ফিরে এসেছেন নতুন শক্তি নিয়ে।
সম্প্রতি ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ চলচ্চিত্র নিয়ে সুপারহিট ফিরেছেন শাহরুখ খান। জাতীয় পুরস্কার তার এই নতুন অধ্যায়ের কৃতিত্ব স্বরূপ। ‘জওয়ান’ সিনেমার জন্য পাওয়া এই জাতীয় পুরস্কার এখন কিং খানের ক্যারিয়ারের সোনালি অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
বিডি প্রতিদিন/মুসা