জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সময় ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁকে (Emmanuel Macron) এক অস্বস্তিকর মুহূর্তে পড়তে হয়। তার গাড়ি চালিয়ে যাওয়ার আগেই মার্কিন পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং জানায় সেখানে শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) গাড়িবহর যাবে। এসময় পুলিশি নিরাপত্তার কারণে কয়েক মুহূর্তের জন্য আটকে থাকতে হয় ম্যাক্রোঁকে।
ভিডিওতে দেখা যায়, ম্যাক্রোঁ পুলিশের কাছে নিজে অনুরোধ করেন রাস্তা পার হওয়ার অনুমতি দেওয়ার জন্য। পুলিশ জানান নিরাপত্তার কারণে কনভয় আসছে, ফলে রাস্তাটি খোলা যাবে না। পরে ম্যাক্রোঁই ঘটনাস্থল থেকে ফোন করে ট্রাম্পকে বলেন: “কেমন আছেন? অনুমান করুন, আমি এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ সব কিছু আপনার জন্য বন্ধ করা হয়েছে।” অন্যান্যের রিপোর্ট অনুযায়ী ঘটনাটি জাতিসংঘে এক অনুষ্ঠানের পরে ঘটেছে, যেখানে ম্যাক্রোঁ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে উপস্থিত ছিলেন।
অল্প সময় পর নিরাপত্তা দেখে ম্যাক্রোঁকে গাড়ি ছেড়ে পায়ে হাঁটতে দেয়া হয়; তিনি নিরাপত্তা দলের সঙ্গে প্রায় ত্রিশ মিনিট হাঁটেন, পথচারীদের সঙ্গে ছবি তোলেন ও উপস্থিত মানুষদের সাথে আলাপ করেন। ঘটনাটি স্থানীয় এক সাংবাদিকদের এক ভিডিওতে ফুটে ওঠে ও দ্রুত ছড়ায়।
অনলাইন প্রতিবেদনে পুলিশি কর্মীদের বক্তব্যে বলা হয়েছে কনভয়ের (ট্রাম্প) আগমনের কারণে সবকিছু বিরত রাখা হয়েছে—এমনই স্তরে সুরক্ষা জোরদার করা হয়।
বিডি প্রতিইদন/আশিক