ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে শুরু করে লক্ষ্মীবাজারের সড়কের দুই পাশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারপাশে থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক, এবং সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা।
অভিযান প্রসঙ্গে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান, “জনস্বার্থে আমাদের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাহাদুর শাহ পার্ক এলাকার অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, “সিটি করপোরেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও আশপাশের সব ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। জবির সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি শিক্ষার্থীরাও এতে সহযোগিতা করবে।”
বিডি প্রতিদিন/আশিক