‘১৮০ দিনে ২১৭ খুন রাজধানীতে’ শিরোনামে ১৪ জুলাই বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকার পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন ও জাকিয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম লালন বলেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন, কোষাধ্যক্ষ শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা-এ চারজনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে, যা ভিত্তিহীন। জাহাঙ্গীর আলম বলেন, তিনি ব্যবসা করেন। ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির ৭৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে তাঁর ব্যক্তিজীবনের কোনো মিল নেই। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি প্রতিবেদনের প্রতিবাদ জানান।