বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার রাতে এ প্রস্তাব পাঠানো হয় বলে জানা গেছে।
প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হয়েছে, এজন্য ধন্যবাদ জানাই। কিন্তু কর্মচারীদের বিদ্যমান ভাতা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে। তাদের ভাতা ৭৫ শতাংশ করা প্রয়োজন। এ ছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা ও চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা বৃদ্ধির বিষয়ে ডিও লেটারের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছিল।
তাদের পেশাদারিত্বের মান বৃদ্ধি করে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে বাজেটে অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৩ লাখ টাকা সংস্থানের প্রস্তাব দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ে।