করব্যবস্থার কাঠামোগত সমন্বয় করে কর জিডিপির হার বাড়ানোর লক্ষ্যে ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। গতকাল অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর্মসম্পাদন ব্যবস্থাপনা দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
টাস্কফোর্স কমিটিতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. জায়েদী সাত্তারকে সভাপতি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি কাজ হবে, কর জিডিপির হার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস সুপারিশ প্রণয়ন। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহিঃবাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদে আশু করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন।