ফেনীর দাগনভূঞা উপজেলার ছোট আহম্মদপুর গ্রামে ১৩ বছর আগে স্বামী ও সন্তানদের ফেলে পালিয়ে যাওয়া এক নারী হঠাৎ ফিরে এসে স্বামীর সম্পত্তি দাবি করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০১২ সালে ইসমাইল হোসেনের স্ত্রী বানু বেগম তিন সন্তান রেখে অন্য পুরুষের সঙ্গে চলে যান। পরে ইসমাইল সন্তানদের লালনপালনের জন্য সালেহা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন।
দীর্ঘদিন সুখে-শান্তিতে থাকা পরিবারে ইসমাইল হোসেনের মৃত্যুর পর বানু বেগম ফিরে এসে সম্পত্তির দাবি তোলেন। এমনকি তিনি একাধিকবার বাড়িতে গিয়ে দখলেরও চেষ্টা করেছেন বলে অভিযোগ।
ভুক্তভোগী দ্বিতীয় স্ত্রী সালেহা বেগম বলেন, বানু বেগম আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এখন ফিরে এসে স্বামীর সম্পত্তি দখল করতে চাইছে। এতে আমরা ভয়ে আছি।”
স্থানীয়রা জানান, বানু বেগম সামাজিক বৈঠকে অংশ না নিয়ে গ্রাম্য গণ্যমান্যদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন, যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। এক প্রবীণ বাসিন্দা বলেন, যে নারী স্বামী ও সন্তানদের ত্যাগ করে অন্য পুরুষের সঙ্গে চলে গিয়েছিল, তার ফিরে এসে সম্পত্তি দাবি করা অনৈতিক।
বর্তমানে সালেহা বেগম দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ