ভোক্তাপর্যায়ে বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। চলতি অক্টোবর মাসে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে এলপিজির নতুন এই মূল্য নির্ধারণ করেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত