ঢাকা মহানগরীর দক্ষিণ সিটির ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৫ আসনের (যাত্রাবাড়ী ও ডেমরা) অধীনে রাখার দাবিতে মানববন্ধন করেছেন ওয়ার্ডটির সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণ।
গতকাল সকাল ১০টায় ঢাকা প্রেস ক্লাবের সামনে ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা জোরালোভাবে দাবি জানান যে, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৫ আসনের অংশ হিসেবেই রাখতে হবে। কারণ এটি ঐতিহাসিক, প্রশাসনিক ও সামাজিকভাবে ঢাকা-৫ আসনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বক্তারা বলেন, এ দুটি ওয়ার্ডকে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব জনগণের স্বার্থবিরোধী ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে।
জনগণের প্রশাসনিক সুবিধা, উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৫ আসনের অধীনেই রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।
অনুষ্ঠানে ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী, শিক্ষক, তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।