নানান সংকট ও ছুটির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আবারও প্রচারণা শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে প্রচারণা করেছেন প্রার্থীরা। রবিবার ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানিয়েছেন, ভোট পেছানোর পর আরেক ধাপ প্রচারণার সময় বৃদ্ধি করা হয়েছে। যথাযথ নিয়ম মেনে প্রার্থীরা প্রচারণা করতে পারবে। এ ছাড়া ভোট উপলক্ষে ব্যালট বাক্স, ভোটার তালিকা, ভোটে দায়িত্বরত কর্মকর্তাসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। উৎসবমুখর পরিবেশে যথাসময়ে ভোট গ্রহণের প্রত্যাশা তার। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, শিক্ষক দিবস উপলক্ষে শহীদ ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করে ক্যাম্পাসে ভোটের প্রচারণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের প্রার্থীরা। বিকাল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদও পুষ্পস্তবক অর্পণ শেষে প্রচারণা করে। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরাও ক্যাম্পাস ও হলগুলোতে প্রচারণা চালিয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা যোগ্যতা যাচাই করেই আমাদের পক্ষে ভোট দেবে বলে প্রত্যাশা করেন তিনি। একই প্রত্যাশা শিবির, বাম জোট ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীদেরও। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে অধিকার আদায়ে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ সবাই।
কমিশনের তথ্যমতে, ১৬ অক্টোবরের নির্বাচনে কেন্দ্রীয় সংসদ, সিনেট প্রতিনিধি ও হল সংসদে ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৮ প্রার্থী ও সিনেট প্রতিনিধি পদে ৫৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ ও এজিএস পদে ১৬ জন প্রার্থী লড়বেন। ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রের ৯৯০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে ২ হাজার পুলিশ মোতায়েন থাকবে।