চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, তার বর্তমান প্রধান লক্ষ্য নগরীর জলাবদ্ধতা হ্রাস করা, বিশেষ করে নিচু এলাকা থেকে। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর জলাবদ্ধতা প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এবারের বর্ষায় নগরবাসী আগের বছরের তুলনায় স্বস্তির মুখ দেখেছে। চলমান প্রকল্পগুলো সম্পন্ন হলে আগামী বর্ষায় আরও বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আলিফ উদ্দিন রুবেলের ব্যক্তিগত অর্থায়নে টাইগারপাসস্থ নাছির খালের খনন ও পরিচ্ছন্নতা কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, এই ধরনের উদ্যোগ কেবল উন্নয়ন নয়, বরং নাগরিক সচেতনতার অংশ। চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রীন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জলাবদ্ধতা নিরসন শুধুই সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, নাগরিকদেরও অংশগ্রহণ জরুরি। তিনি জানান, একসময় চট্টগ্রামের জলাবদ্ধতা ছিল এক অভিশাপ। এখন প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। অবশিষ্ট অংশের সমাধানের জন্য খাল খনন, ড্রেন সংস্কার এবং সুইস গেট নির্মাণের কাজ চলছে। আগামী বর্ষার আগে নগরবাসী বাস্তব পরিবর্তনের চিত্র দেখতে পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু বক্কর, ইয়াকুব আলী সিফাত, গাজী শওকত, নজরুল ইসলাম, মহানগর যুবদল নেতা মো. জাবেদ, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক