রাজশাহীর চারঘাটে ২০০৯ সালে পারিবারিক বিরোধে একটি খুনের ঘটনায় করা মামলা রাজনৈতিক হিসেবে প্রত্যাহারের আবেদন করেছেন আসামিরা। এতে জোর সুপারিশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি মোটা অঙ্কের বিনিময়ে এ সুপারিশ করেছেন বলে গতকাল দুপুরে রাজশাহী সিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন দাবি করেছে বাদীপক্ষ। এ সময় তারা আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেন। এ ব্যাপারে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ বলেন, ‘এনিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা পারিবারিক বিরোধে খুন না কি রাজনৈতিক খুন সেটা এলাকায় গিয়ে খোঁজ নেন। মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা রঞ্জু আহমেদ মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন।
পথে প্রতিপক্ষ তার গতিরোধ করে মারধর শুরু করেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মো. মন্টু তাকে বাঁচাতে যান। এ সময় সবাইকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। হাসপাতালে নেওয়ার সময় মন্টু মারা যান। এ ঘটনায় সেদিন রঞ্জু আহমেদ বাদী হয়ে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।