ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শারমিন আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, কমিউনিটি ব্যাংকের ৬৭তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে তিনজনকে নিয়োগে অনুমোদন দেওয়া হয়। তারা হলেন- সৈয়দ রফিকুল হক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন এবং মো. মোর্শেদ হাসান খান। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক।
তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করেছেন (যশোর বোর্ড)। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয় বিভাগে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। অধ্যাপক মোর্শেদ হাসান খান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। তার বাবা স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মো. তাজ্জুল হাসান খান, যিনি ‘টি এইচ খান’ নামেই পরিচিত।