সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তিনি উপজেলার কান্দাপাড়া গ্রামের হেকিম মির্জার মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফা আক্তার ও তার স্বামী আখতার হোসেনের মধ্যে পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। গতকাল মামলার শুনানির ধার্য তারিখে স্বামী-স্ত্রী উপস্থিত হন। এজলাসে ওঠার জন্য স্ত্রী শরিফা আদালত প্রাঙ্গণে যখন অপেক্ষা করছিলেন তখন স্বামী আখতার হোসেন এসে স্ত্রীর সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে শরিফার পিঠে আঘাত করেন আখতার। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সুপারিশ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই শরিফা আক্তার মারা যান। এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘ঘাতক স্বামী আখতার হোসেনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’